September 06, 2020

ইবলিশ ৬ - মরণের এপারে

       


প্রচ্ছদ: রাহেবুল


সম্পাদক কয়


ইবলিশ ২০১১ খ্রিস্ট অব্দ থেকে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। এখনও অব্দি তার সব সংখ্যাই ছিল প্রিন্টেড/ছাপানো। তবে ২৯ জুলাই ২০১৯ এ ইবলিশের একটি স্থায়ী ডমেইন/ঠিকানা কেনা হয়। কিন্তু তাতে ঊনিশ ও কুড়িতে প্রকাশিত সংখ্যাকে ব্লগজিন হিসাবে প্রকাশ করা হয়নি। সারা বিশ্বে করোনা নামের অসুখটি প্রকট হবার পর আমাদের ২০২০ বইমেলা সংখ্যাটি সেই ওয়েব ঠিকানায় উন্মুক্ত করি, বিনামূল্যে পড়বার জন্যে। 
তারপর এভাবে প্রায় পাঁচ-ছ'মাস কেটে যাচ্ছে রাষ্ট্রীয় ব্যর্থতা ও জনসচেতনতার অভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ছাপাখানাতেও তেমনই অচলাবস্থা, ক্রাইসিস। তাই শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম ইবলিশের নতুন সংখ্যাটি আমরা এবারে ওয়েবজিন/ব্লগজিন হিসাবে প্রকাশ করব। আগামীতেও হয়তো তেমনটাই হবে। এ কাজ করতে গিয়ে 'দেহলিজ'-সম্পাদক পীযূষদা আমার অনেক জ্বালাতন সয়েছেন। 

আপাতত প্রাথমিকভাবে পিডিএফ ফর্ম্যাটও থাকছে ন্যূনতম মূল্যে বিক্রির জন্যে এবং যদি পরবর্তীতে সম্ভব হয় তো তখন নাহয় ছাপানোরও ব্যবস্থা হবে।

ইবলিশ ৪ এবং ইবলিশ ৫ এর মতন এতেও অনেক ক'টি নিয়মিত বিভাগ রক্ষিত হয়েছে যেমন ‘ফেসবুক সমাচার’, ‘ব্লগবুক’, ‘প্রথম কাব্যির পরশ’, 'লিটিল ম্যাগাজিন পরিক্রমা', সঙ্গে এবারে বাড়তি ব্লগজিন বা পিডিএফ সংখ্যাগুলিরও দু'একটির রিভিউ থাকছে। যে বিভাগগুলি বইপত্র, লিটল ম্যাগাজিন এর সঙ্গে সঙ্গে ওয়েবজগতকেও দিব্য জুড়ছে। সেসব বিভাগ, উপবিভাগের মালমশলা এবারে অনুল্লেখ রাখি, পাঠক এবং কবি-লেখকেরা রহস্য উপভোগ করুন নাহয় ততক্ষণ, যতক্ষণ অব্দি না পিডিএফ বা ব্লগ/ওয়েবজিন সর্বজনীনভাবে উন্মুক্ত হয়। 
 
কখনও বিশেষ সংখ্যার ধার না ধারলেও এবারেই প্রথম একটা ভাবনাসুতো/ভাবনাসূত্র 'মরণের এপারে' রেখেছিলাম আমরা কবি-লেখকদের সামনে তাই এ সংখ্যার লেখায় আরও বেশি নতুনত্ব ও বৈচিত্র। যদিও যতখানি প্রত্যাশা ছিল ততটা পূরণ হইনি। বিশেষ করে এই অসময়, দুর্বিষহ দুঃসময়, করোনা আর তাকে ঘিরে প্রশাসনিক অব্যবস্থা, অগণন মৃত্যু, বেসরকারিকরণ, দাঙ্গা, ইসলামবিদ্বেষ সহ নানান রকমের বিদ্বেষ, হিন্দুত্বের আস্ফালন, রাষ্ট্রের প্রশ্রয়ে অপবিজ্ঞান-কুসংস্কার, CAA, NRC, নাগরিকত্ব হারানোর আতঙ্ক, ডিটেনশন ক্যাম্প, ফেসবুকে খাপ, গণপিটুনি, ধমকি-হুমকি, হুজুগ-গুজব-গসিপ, ছদ্ম জাতীয়তাবাদ, ওয়েব জগতের হঠাৎই অতীব প্রাসঙ্গিক হয়ে ওঠা... বদলে গেছে, যাচ্ছে কত কিছু। কিন্তু তবুও অনেকেই ঘাম-বমি-রক্ত-কান্না, মরণের এপারটায় দাঁড়িয়ে উপলব্ধি করতে পারেননি বোধয়। তবু পাঁচজন লেখকের যে ছ'টি গদ্য আমরা পেয়েছি, ব্লগবুকটি পেয়েছি, কিছু দুরন্ত কবিতা পেয়েছি যার সবাই অনামা কবি এসব খুবই মূল্যবান বলেই মনে করি। সঙ্গে সমসময়েই কবিতারা কার কাছে কীভাবে আসছে, ইচ্ছাকৃত তার দু'টি ভাগ করেছি এতে সমসাময়িকদের মস্তিষ্ক-মনন আর কবিতার রসায়ন/মিল-অমিল/প্রভেদ ধরা যেতে পারে। 

প্রিয়-পাঠক পড়বেন এবং জানাবেন আমাদের মন্দলাগা-ভালোলাগা। প্রত্যকে কবি-লেখকের কাজগুলিতে আপনাদের তরফে আমরা খোলামেলা প্রতিক্রিয়া প্রত্যাশা করি। 

সুস্থ-স্বাভাবিক থাকুন, মানবিক থাকুন এই কামনা। 


রাহেবুল
সম্পাদকীয়, ইবলিশ ৬ 
০৬.০৯.২০২০ 

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি