প্রিয়া আচার্য্যর কবিতা: আবহমান

চিত্র: জন জেমস

আবহমান: প্রিয়া আচার্য্য
ঠিক তখনও মাঝরাত
বৈতরণীর তীরে বসে
দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা
কিছু কষ্ট, অল্প অভিযোগ
একরাশ অভিমান, সামান্য প্রেম-ভালোবাসা
আর অনেকটা শূন্যতার গভীরতা
মিশিয়ে বাঁধছি সুর
হাসছে গান

 

জানি, যে কোনো মুহূর্তেই
ছলকে যাবে জল
ধুলো মিশবে ধোঁয়ায়
তবুও জীবন আবহমান...

2 comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি