সূর্য দত্তের কবিতা: কদম ছাঁট

চিত্র: পাওয়েল চেরয়েনসকি

কদম ছাঁট: সূর্য দত্ত 
 
ঝাঁকড়া গাছ গাছের ছায়া ছায়াদেবী
অক্সিজেন পত্র-পুষ্প ফল-মূল, পাখি
অথবা পাখিরালয়। অসুখ-ঔষধ, ফার্ণিচার।
নিচে চায়ের শেল্টার ওপরে কদম কদম
এরপর এলো দড়ি, দা-কাটারি, মারকাটারি..

পুজোর আগে চুল কাটার মতো করে
গাছের ডাল ছেঁটে দেয় করপরেশন!

No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি