পলাশ চৌধুরীর কবিতা: ধাতুরা তে ধ্বনি

 

চিত্র: পাওয়েল চেরয়েনসকি


ধাতুরা তে ধ্বনি: পলাশ চৌধুরী


পাড় কি দারুণ, গো-ধনীয় লটলটে,

ধ্বনির ঝোপ - রা সে

জলীয় বেহাগ, আহা চারকোণ,

ত্রিভঙ্গিম সমাচার


পাতার ঠাকুর ঠিকরে আসে, নমঃ বর বেতন বালিকার


ধ্বনিরেখা কোটে

              জরিপে জুলুম 

                          ধনীর খেলাপী 


গো-খুটোয় ছড়াটির বাদাম দিচ্ছে বুট

ধনধনে ধ্বনিটিও ছুটছে, ছুটিপারা শল্যভার্জিন


জল ভরছে জাঁট, জাঁট পিচকে জট

নল বা তার এদিক ওদিক স্তব


এহেন বারান্দা ফুটেছে যার

তার পাড়, তাঁতের সাঁতার, 

সাঁড়াশি স্রেফ, তুমুল ভুলের প্রস্তাব


No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি