ওয়াহিদার হোসেনের কবিতা: দ্বিতীয় বিষাদ

 
চিত্র: নিকোলো পভন

দ্বিতীয় বিষাদ: ওয়াহিদার হোসেন

শূন্যতা এখন 
হাওয়া এসে এসে দেখে যাচ্ছে অসুখ

রোদ্দুর আর ছায়া চিনিয়েছে বিষাদ

দীর্ঘ নদীর হেঁটে যাওয়া 
শাড়ির মতো 
ঢেউ তুলে

তুমিও কি ভাবছ এখন

আমাদের দেখা না হলেই ভালো হতো?


No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি