কৌশিক দাসের কবিতা: খোলস

 

চিত্র: পাওয়েল চেরয়েনসকি


খোলস: কৌশিক দাস


রোদটি যখন পাশে এসে বসল

তখন এই গমের ক্ষেত শীর্ষটুকু দেখায়নি


তারপর বিস্তারে বিস্তারে  বোতামটি তার

ক্ষমাসুন্দর হল — খুলে ফেলার সঙ্গে  সঙ্গে পড়ন্ত বিকেলে 

প্রকৃতি নিয়ে এলেন তারই ভ্রূন থেকে শীর্ষ-ভাঙা গরম রুটি 


আল ভেঙে ভেঙে সে রুটির অল্প টুকরো 

ঘরোয়া হয়ে আসল ঠিকই শুধু খিদের জাপটে ধরা অন্তর 

খোলসের মতো দ্বিধাবিভক্ত...

2 comments:

Anikesh said...

বাহ্। ভালো লাগল।

রাহেবুল said...

ভালো লাগবার মতই লেখা, বলাটাও গতানুগতিক নয় একেবারেই।

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি