আমজাদের কবিতা: অন্ত

চিত্র: পাওয়েল চেরয়েনসকি


অন্ত: আমজাদ 

একটু উপরে, 
ছাদ ডিঙ্গিয়ে বাম… 
তার পর এক ফসলা 
প্রেমের আবদার... 

একটু কাছাকাছি, 
আরো কাছাকাছি 
এভাবে চলতে থাকল 
অনবরত... 

নিস্তল নিস্তব্ধতা, 
বিদেহী প্রেম, 
নিভে যাওয়া হালকা বারুদের গন্ধ, 
মায়াবী স্বপ্ন, 
সমাহিত নীল মেঘ, 
ভেজা বৃষ্টির স্পর্শতা 
উজাড় করে দিয়েছি প্রেম উল্লাস…

1 comment:

Unknown said...

ভালো লাগলো

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি