নিঃশ্বাস বন্ধ করতে হবে হেন এই দুর্দান্ত হেস্তনেস্তএমোন আত্মহত্যা কড়িকাঠের জিভে লেগে থাকে স্বাদপথের পিত্ত /রক্ত /কফ যেন সূর্য পেরিয়ে গেল কেউচোখে কি দীর্ঘকয়েকযুগক্লান্তক্লাস্টারক্লাস রক্তাক্ত তবুও কিছু রোদ্দুর শুকোয়নিপাজামার ফিতা। মৌ-লোভী নাভীর ভাদ্দুরে। যৌনতা না ক্ষুধা। ক্ষুৎকার ভরা শব্দ। তোটুকরোটি কমিশননা পা < প্যারাসিটামল = লতা><বন ≠ অন্নদৃষ্টিময়দানমনসুনজিনসের ছায়াপাখিঘানিফালতু ইশ্ আতোমার দেহে তুমিইগ্রাফিত্তির বরফবর্ষএতদূর মেয়েকুয়াশা গুম্ফা গুমোট জানালা অথবা জরায়ুশীতোষ্ণ হ্যান্ডলুম রক্তকরবী ওওওওওওওওওওঁপীত হরিৎ লাল ঘুমে মিনা করা থুতনিতে কাঁমড়ফোঁটা ফোঁটা ব্লেডগাছের লালা গড়িয়ে যায় চৌবাচ্চালিপপপপপপপপপপপপপপ্ এগিয়ে ধরো ইয়ার
রাহেবুল কর্তৃক সম্পাদিত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি প্রান্তীয় গ্রাম দেওগাঁও থেকে প্রকাশিত একটি কবিতাকেন্দ্রিক লিটল ম্যাগাজিন 'ইবলিশ', যা আবহমান তথা বিকল্পধারার সুলুকসন্ধানে রত, কাঠবাস্তবকেও উপেক্ষা করে না কদাচ। পত্রিকায় সবসময়ই লেখা পাঠানো যায়, তবে তার আগে পুরনো পুরো সংখ্যা একবার পড়ে নিলে ভালো। লেখা পাঠানোর মাধ্যম: editoriblish.rahebul@gmail.com
আশুতোষ সরকারের কবিতা: একটি কবিতা
Subscribe to:
Posts (Atom)
ফেসবুক কমেন্ট
অধিক পঠিত লেখাগুলি
-
প্রচ্ছদ: রাহেবুল সম্পাদক কয় ইবলিশ ২০১১ খ্রিস্ট অব্দ থেকে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। এখনও অব্দি তার সব সংখ্যাই ছিল প্রিন্টেড/ছাপানো।...
1 comment:
খুব ভালো লাগলো
Post a Comment