চিত্র: ম্যাট্টিয়াস পাক
চোরাবালি: মৌসুমী নন্দী
কখনো কখনো হঠাত্ করেই
শেষ হয়ে যায় পথ,
যেমন করে কিছু মানুষকে
অচেনার ভিড়ে গুম হতে হয়,
নিকষ কালো অমানিশায়
হতে হয় নিরুদ্দেশ।
স্মৃতির চোরাবালি ছুঁয়ে তখন
বৃথাই দেখা জোনাক জ্বলা রাতের স্বপ্ন,
যদিও নিখোঁজ হওয়া মানুষদের
আর কোনো গল্প লেখা হয়না,
সময় ফুরিয়ে গেলে কবে
কোথায় কে এসেছিলো কোন ভুলে,
কেউ কি তা মনে রাখে?
আমিও না হয় সেই নিখোঁজ হওয়া নদী হলাম,
যাদের কোনো গল্প থাকেনা
মাথা রাখার মত কাঁধ থাকেনা,
ঘর থাকেনা, জ্বরের রাতে প্রিয় হাত থাকেনা
যাদের কখনও মনে রাখা হয়না যত্ন করে,
যাদের জন্য থাকে শুধু ভাঙন
আর মুঠো মুঠো অন্ধকারে
ভিড়িয়ে যাবার আশা।
No comments:
Post a Comment