চিত্র: পাওয়েল চেরয়েনসকি
ধরার চেয়ে ও উজার হোল দিব্যি। যেটুকু ভঙ্গ করতে... ভাবিনি পরিশোধের?
ব্যাস... গ্রুপের কি কিছু ফ্যাক্টর আছে হিসেব মেলাতে?
অযথা সামিল না হয়ে একাই পারতাম হাঁটতে...
যদিও বা একটা 'মিলাদের' বড়ো আশা...
আপাত গড়িয়ে যাওয়াও ভালো।
কতোটা রিপ্লাই এর আশা না প্রকাশ, বাধা না থাকলে সরাসরি চলে যেতাম।
আপাত শূন্য থাকাই ভালো...
(2)
সোনা কতবার বলেছি দিনে ঘুম পাড়ানি...
এভাবে শিশিররা জাগো... বিনা সংকেতেই?
বর্ষার ঘেরাটোপে ভুলতে বসেছি সবকিছু
আজকে চাঁদ জাগলে কাল শবেবরাত
১২:৫৫ মিনিট: জল, পাতাবাহার।
কাঁথাটা কিছুতেই টানা যাবে না, আশার সর্দি লেগেছে
কই... আমি তো আজ ঘুমোইনি...
একদিন ডাক্তারকে দেখাবো...
সত্যি কোকিলরা ডাকে
পিঁপড়েরা, বিড়ালরা, একটু পরে চাঁদ আর এভাবেই আমিও ঘুমাব
(3)
স্বপ্নের ইশারায় পুনর্বাসন জাগানো, বা কতটা ভালোবাসায় মত্ত হয়ে হয়েছি, নতুন ভালোবাসা জন্মালো কি আধটু বেড়ে...?
সমাপ্তের দিকে কিছু জানা নেই।।
তবুও তলানিতে তল্লাশি চালাই।।
অঘোষিত দেওয়ালে পার্ট টাইম চুকোতে আজ দু আঙুলে ধস।
গভীর রাতের পৃথিবীর স্বপ্নে বিভোরে রেড সিগনাল উগড়ে, নিকোটিনের ধোঁয়ায় ঘাস ফুটানো মেহনের সব আলোয় মিশে চিৎকার হয় গোপনে
2 comments:
তোর কবিতা আমার বরাবরই ভালো লাগে।😍
তোর কবিতা আমার বরাবরই ভালো লাগে!
Post a Comment