উদয়ার্ণবের কবিতা: মৃত্যুর এপারে

চিত্র: পাওয়েল চেরয়েনসকি

মৃত্যুর এপারে: উদয়ার্ণব
১.
মৃতের চোখ থেকে ঝরে পড়ছে আর্তনাদ। ছেলেটি ভালোবাসায় হাত পেতে বসে আছে অথচ কান্নায় ফুঁসে উঠেছিল ধিক্কার।
এতটা ভিড়ের মধ্যেও কোন শব্দ গড়িয়ে পড়লো না।
২.
প্রতিটি আঁচড়ের বিষ টানে চেনা মৃত্যুর নীল-কালো রঙ ছেয়ে ফেলে মৃত্তিকার নিটোল স্তন
৩.
কথার অন্তরালে জমিয়ে রাখছি নগ্নতা।
বেনামী মৃত্যু ভিড়ে দেখো কেমন দাঁড়িয়ে রয়েছি আমি ও তুমি।
৪.
নির্বিকার চিতার কাছে ফিরিয়ে দিচ্ছি আমার প্রণয় সংকেত। একরাশ ভালোবাসা বুকে নদীর জলে তুলে রাখছি শোক-স্মৃতি-মৌনতা।
এখন ভোরের খুব কাছে দাঁড়িয়ে কবর ঘেঁটে তুলছি পুনর্জন্ম।

No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি