কী চেয়েছিলে? মনিহারী দোকান? লাল নীল সবুজ হলুদ! যা পেয়েছ খুশি তাতে? ফিরে গিয়ে মনখারাপের কিছু থাকবে না তো? অযাচিত এই প্রবাসজীবন ঠিক শেষ হয় একদিন। সকলেই ফিরে যায় দেশের বাড়িতে। মনে ভাবে পুরনো মানুষজন হয়ত আজও কিছু রয়ে গেছে! তুমিও প্রসন্ন মনে ঘরে ফেরো। অযথা অসুখ পুষে রেখো না কোথাও। পরিতৃপ্ত সংগম বলে পৃথিবীতে কিছু নেই, ছিল না কোনোদিন!
রাহেবুল কর্তৃক সম্পাদিত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি প্রান্তীয় গ্রাম দেওগাঁও থেকে প্রকাশিত একটি কবিতাকেন্দ্রিক লিটল ম্যাগাজিন 'ইবলিশ', যা আবহমান তথা বিকল্পধারার সুলুকসন্ধানে রত, কাঠবাস্তবকেও উপেক্ষা করে না কদাচ। পত্রিকায় সবসময়ই লেখা পাঠানো যায়, তবে তার আগে পুরনো পুরো সংখ্যা একবার পড়ে নিলে ভালো। লেখা পাঠানোর মাধ্যম: editoriblish.rahebul@gmail.com
রাজদীপ ভট্টাচার্যর কবিতা: ফেরা
ফেরা: রাজদীপ ভট্টাচার্য
Subscribe to:
Posts (Atom)
ফেসবুক কমেন্ট
অধিক পঠিত লেখাগুলি
-
প্রচ্ছদ: রাহেবুল সম্পাদক কয় ইবলিশ ২০১১ খ্রিস্ট অব্দ থেকে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। এখনও অব্দি তার সব সংখ্যাই ছিল প্রিন্টেড/ছাপানো।...
1 comment:
Amar asadharon legeche. Parinata jiban bodhe samriddha.
Post a Comment