রাজদীপ ভট্টাচার্যর কবিতা: ফেরা

চিত্র: পাওয়েল চেরয়েনসকি


ফেরা: রাজদীপ ভট্টাচার্য
কী চেয়েছিলে? মনিহারী দোকান? লাল নীল সবুজ হলুদ! যা পেয়েছ খুশি তাতে? ফিরে গিয়ে মনখারাপের কিছু থাকবে না তো? অযাচিত এই প্রবাসজীবন ঠিক শেষ হয় একদিন। সকলেই ফিরে যায় দেশের বাড়িতে। মনে ভাবে পুরনো মানুষজন হয়ত আজও কিছু রয়ে গেছে! তুমিও প্রসন্ন মনে ঘরে ফেরো। অযথা অসুখ পুষে রেখো না কোথাও। পরিতৃপ্ত সংগম বলে পৃথিবীতে কিছু নেই, ছিল না কোনোদিন!

1 comment:

Anirban Basu said...

Amar asadharon legeche. Parinata jiban bodhe samriddha.

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি