একটি কবিতা: আনিস আহমেদ
খিদে আর অসহায়তার সামনে
একটা নিষ্প্রাণ পাখির উড়ে যাওয়া
যার কোনো ছায়া আর মাটিতে পড়ছে না
এই দৃশ্যের সামনে
আমার কেবল আত্মহত্যা পায়
শ্বাসপ্রশ্বাসগুলো ঝালাই করতে করতে
উত্তাপ সইতে না পেরে
ফুসফুস গলতে থাকে
সেই চিরচেনা বেঁচে থাকার থেকে
তার দমবন্ধ ঘুলঘুলির থেকে
ধোঁয়া ওঠে
রক্ত যেন ডিজেল আর পেট্রোল হয়ে
উস্কানিগুলো চালু রাখছে ঠিকঠাক
গোটা নার্ভতন্ত্র পেঁচিয়ে উঠছে এই দৃশ্যের ভিতর
মিউট হচ্ছে তার ক্রিয়াপদগুলো
শুধু আমার অসহায় ভূমিকা নিয়ে
ওড়ার বাহানাগুলো ঘষে মেজে
চোখের ঠুলিতে পরানোর চেষ্টা করে যাচ্ছি
এ পুরনো লেজুড় আমার
কখনো যাবে না
No comments:
Post a Comment