আমায় মৃত্যু জিজ্ঞেস করলে: শুভজিৎ সরকার
রঙিন রাংতা, আমার ছেলেবেলার ক্ষিদে
কিশোর বয়েস বেঁধেছি গান শুনে শুনে
আর যৌবন কাটল, কল্পনায় উদ্দাম
মাঝ খানে শুধু ক’টা ছেঁড়া তার ছিলো
যারা জুড়ে দিয়ে গেছে আমার মুহূর্তগুলোকে।
এই মুহূর্তের মধ্যেই ঢুকে পড়ে বন্ধুরা,
এপাড়া বে-পাড়ার ছেলেপুলে; ক্রিকেট, দাঙ্গা, মব
আমি ওদের চিনেছিলাম বাল্যবন্ধু নামে
এতদিন আমি তবে মিথ্যে চিনেছিলাম—
আমার সমস্ত মিথ্যে চেনাই অতিমারী ছুঁয়ে গেল
আমি শুধু ছুঁয়েছি ফেসবুক; ক্ষণমুহূর্তের আয়না।
1 comment:
বদলে যাওয়া দিনের কথা... আর সময়টাকে দেখা...
Post a Comment