চিত্র: পাওয়েল চেরয়েনসকি
শ্যামল প্রেম: মানিক রায়
বাতাসে সুঘ্রান ছড়িয়েছে কদম
মনের আকাশে প্রিয় মেঘবালিকা
মিষ্টি বিকেলে রঙিন গল্প শোনায়
ভেজা ভেজা আবেগ ছাড়া
অপরিণত জীবন যাপন
অভিমানের কালো ছাতা ঘরে ফেলে
বেরিয়ে এসো অনামিকা......!
হরদম ঝমঝম বর্ষায়
ভিজিয়ে রাখি শ্যামল প্রেমের শেকড়বাকর।
1 comment:
তোমার এই পথ চলা যেন শেষ নাহয়।
না থামার নামই জীবন এবং সফলতা। আমিও
আর থামছি না। দুর্যোগ খরা বন্যা
যাই আসুক না কেন।সফলতার শিখরে
একদিন না একদিন দাঁড়াবোই।
চলো এগিয়ে চলো....!!
Post a Comment