আলিউজ্জামানের কবিতা: আঁধারনামা


চিত্র: পাওয়েল চেরয়েনসকি


আঁধারনামা: আলিউজ্জামান


নখদর্পণে আঙুল উপেক্ষা করা এই জন্মক্যালেন্ডার।

মই বেয়ে ঝুরঝুরে বিস্কুট মাটিতে এমনভাবে

পিছলে গেছে পা, যেন

অনভিপ্রেত মাংসল পিণ্ড 

শুধু খুশিতে কালো করে দিচ্ছে কড়ায়ের উল্টোপিঠ।

তবু আশ্চর্য আগুন...

তুমি কি জানো হেরা গুহার সামাদিয়াত বর্জন?

তবু তুমি কি জানো পাটাতন, নৌকার লেনদেন?


ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি