উত্তরবঙ্গচর্চার পত্রিকা 'চিকরাশি': রাহেবুল

'চিকরাশি' উত্তরবঙ্গকেন্দ্রিক পত্রিকা—রাহেবুল
উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে প্রকাশিত একটি লিটিল ম্যাগাজিন। ২০১০ সালে এর প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। পত্রিকাটি এখনও সক্রিয়। উত্তরবঙ্গের বিশিষ্ট কিন্তু উপেক্ষিত কবি-লেখকদের নিয়ে পত্রিকাটি ধারাবাহিক কাজ করছে। একইসঙ্গে উত্তরবঙ্গের নানান আলোচিত ও অনালোচিত দিক এতে উঠে আসে। ব্যক্তিগত সংগ্রহে চিকরাশির যে ক'টি সংখ্যা রয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে বলি:
১. আত্মপ্রকাশ সংখ্যা: চিকরাশি ১ 
কথাকার জ্যোৎস্নেন্দু চক্রবর্তী ও কথাকার জীবন সরকারের সাহিত্যের ওপর আলোচনা এবং বিভিন্ন বিষয়ের ওপর একাধিক প্রবন্ধ।
২. চিকরাশি ২
সনৎ চট্টপাধ্যায় ও বিকাশ সরকারকে নিয়ে বিস্তারিত আলোচনা এছাড়া উত্তরের কবিতা, উত্তরের গান, উত্তরের ইতিহাস এমনকি উত্তরের মুখ বলে একটি আপাত বেখাপ্পা ফিচার।
৩. চিকরাশি ৩
অজিতেশ ভট্টাচার্য, জগন্নাথ বিশ্বাস ও হরেন ঘোষের ওপর বিশদ আলোচনা এছাড়া উত্তরের কবিতা।
৪. বেণু দত্তরায় ও তুষার বন্দ্যোপাধ্যায় সংখ্যা এছাড়া অন্যান্য ফিচার।
৫. চোমংলামা সংখ্যা কথাকার চোমংলামা ওরফে বিমল ঘোষ নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়া অন্যান্য ফিচার।
সব ক’টি সংখ্যাই গুরুত্বপূর্ণ, পত্রিকার বিষয়বস্তু দেখলেই তা বোঝা যায়। কখনও অবকাশে বিস্তারেও লেখা যেতে পারে। আপাতত ওই বিষয়গুলির প্রতি পাঠক আগ্রহী হলে পত্রিকাটি সংগ্রহ করতে পারেন।

 

পত্রিকা: চিকরাশি
ধরন- ছাপা/প্রিন্টেড
সম্পাদক: অমিত কুমার দে
প্রকাশস্থান: ধূপগুড়ি, জলপাইগুড়ি
যোগাযোগ- 9647780792
তথ্য সংকলক- রাহেবুল

     কৃতজ্ঞতা- ফেসবুক গ্রুপ 'উত্তরবঙ্গের সাহিত্যসংস্কৃতি' আর্কাইভ 

No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি