লিটিল ম্যাগাজিন বলি আর ওয়েবজিন তাতে কবিতা বিষয়ক পত্রিকা বা পাঁচমেশালি-সাতমেশালি পত্রিকারই পাল্লা ভারি। প্রবন্ধ বা গল্পের পত্রিকা তুলনামূলকভাবে কম। অবশ্য একাদেমিক গোছের প্রবন্ধের পত্রিকা ইদানীংকালে প্রচুর, বিক্রিবাটাও ভালো এসবের। সে অন্য কথা।
একটি নিখাদ গল্পের পত্রিকা করার তাগাদা থেকেই 'আখ্যান সেতু' ব্লগজিনের আত্মপ্রকাশ। একটা ফ্রি ডমেইনের স্বল্প সাজসজ্জাকে ব্যবহার করেই তারা প্রথম সংখ্যাটিকে যথাসাধ্য সাজিয়েছেন। সাজসজ্জাটা এমনিতেও বড়ো কথা নয়। মশলা আছে কী নেই সেটাই বড়ো প্রশ্ন। আমি সামান্য একজন পাঠক হিসাবে আশাহত নই বরং একটা ত্যাড়াবাঁকা লিটিল ম্যাগাজিনের স্বাদ পেলাম পাঠকালে।
সবার শুরুতে একটি লোককাহিনি আছে, সাদরি ভাষার 'সাত ভাই ও এক বোন'। ভীষণই ভালো লেগেছে। এটি বাংলায় অনুবাদ করেছেন হেমলতা কেরকেটা'।
কমল সাহার গল্পের বই 'জিরাফ গ্রামের কথকতা' নিয়ে আলোচনা করেছেন প্রলয় নাগ। সমালোচক জানান গল্পগুলির প্রেক্ষাপট মূলত কোচবিহার, অত্র এলাকার রাজনীতি, সংস্কৃতি, সীমান্ত এলাকা, মানুষের সংকট এইসবই উঠে এসেছে এই গল্পগ্রন্থে।
তারপর আছে একটি গল্প 'খাদ্যচক্র', মাধব ঘোষের। কথকতার ঢংয়ে একজন ইঁদুর শিকারিকে ঘিরে সামাজিক, অসামাজিক, জীবন, মৃত্যু, জাতপাত... ধরতে চেয়েছেন লেখক। লেখাটি রম্যরচনা নাকি একটি নিখাদ ছোটোগল্প তাতে ভ্রম হতে পারে পাঠকের কিন্তু এই আঙ্গিকটি বোধ করি লেখক স্বেচ্ছায় জেনে বুঝেই নিয়েছেন। লেখাটির বিষয়বস্তু এবং লেখায় ব্যবহৃত সংলাপে নতুনত্ব আছে।
তারপর পাচ্ছি একটি জার্মান লেখার অনুবাদ, লেখক হের্টা মুলার। অনুবাদ করেছেন দীপাঞ্জনা মণ্ডল।
পরবর্তী গল্প দেবজ্যোতি রায়ের 'একটি আকস্মিক মৃত্যু এবং ...'। এক কথায় খাসা লেখা। আলতাফ হোসেন মিয়ার আকস্মিক মৃত্যু আর তার মরবার সময় বলা "ডানদিকে উল্লাস বাঁয়ে বাতাস কই" এটাই লেখার রহস্য। রাজনীতি যে কীভাবে কোথায় ঢুকে যায়! ঢুকে থাকে! গদ্যটাও অননুকরণীয়।
তারপরের লেখা 'নুনুধর' সৌরিশ দত্তের। গল্প নয় ছোট্ট গদ্য বলাই ভালো। ধর্ম, যৌনতা এবং বহুবিধ বাবাদের নিয়ে এ লেখা একটি উৎকৃষ্ট খিল্লি!
শেষ লেখাটি একটি পুস্তক আলোচনা ব্রূনো শুলৎজের গল্প সঙ্কলন 'সানেটোরিয়াম আন্ডার দা সাইন অফ দা আওয়ার গ্লাস’ এর। আলোচক গৌতম চক্রবর্তী।
মোট কথা 'আখ্যান সেতু'র প্রথম সংখ্যার এই আয়োজন মন্দ নয়, ভালোই যথেষ্ট।
পত্রিকা: আখ্যান সেতু, জুলাই-সেপ্টেম্বর ২০২০, আত্মপ্রকাশ সংখ্যা
ধরন- ওয়েবজিন/ব্লগজিন
সম্পাদক: প্রলয় নাগ ও গৌতম চক্রবর্তী
প্রকাশস্থান: কোচবিহার
মূল্য: বিনামূল্যে
যোগাযোগ- 8617473501
আলোচক: রাহেবুল
কৃতজ্ঞতা: ফেসবুক গ্রুপ ‘উত্তরবঙ্গের সাহিত্যসংস্কৃতি’ আর্কাইভ
No comments:
Post a Comment