দুহাত সরালে! নদী—
ক্ষীণ হয় রেখা!
বইছে একলা তবু
দুঃখ একার...
নিভেই গিয়েছে চোখ
আগুন জ্বলা
যা ছিল কথার স্রোত
পানির ছলাৎ...
রাহেবুল কর্তৃক সম্পাদিত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি প্রান্তীয় গ্রাম দেওগাঁও থেকে প্রকাশিত একটি কবিতাকেন্দ্রিক লিটল ম্যাগাজিন 'ইবলিশ', যা আবহমান তথা বিকল্পধারার সুলুকসন্ধানে রত, কাঠবাস্তবকেও উপেক্ষা করে না কদাচ। পত্রিকায় সবসময়ই লেখা পাঠানো যায়, তবে তার আগে পুরনো পুরো সংখ্যা একবার পড়ে নিলে ভালো। লেখা পাঠানোর মাধ্যম: editoriblish.rahebul@gmail.com
No comments:
Post a Comment