জয়ফুল আজাদের কবিতা: দেবী

চিত্র: রাহেবুল


দেবী: জয়ফুল আজাদ
দুহাত সরালে! নদী—
ক্ষীণ হয় রেখা!
বইছে একলা তবু
দুঃখ একার...

 

নিভেই গিয়েছে চোখ
আগুন জ্বলা
যা ছিল কথার স্রোত
পানির ছলাৎ...

No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি