চিত্র: পাওয়েল চেরয়েনসকি
এপিটাফ: অর্ঘ্যকমল পাত্র
জন্মসূত্রে পাওয়া, একমাত্র শাড়ি
সিলিং থেকে ঝুলছে...
এবং শাড়ির নিম্নাঙ্গে, বানানো হয়েছে
গোল মতো এক আকৃতি।
হয়তো অন্ধকার। হয়তো বা ব্ল্যাকহোল...
এখন জন্মসূত্রে পাওয়া এ মাথাকে
সেখানে গলাতে গলাতে দেখছি—
ফাঁসের এপাশে আছে শালগাছ
আর
ওপাশে জীবনানন্দ...
3 comments:
ভালো লাগল
মাঝেমাঝে মনেহয় 'ওপাশে জীবনানন্দ' ব্যাপারটা কবিতাটাকে লঘু করেছে, মাঝেমাঝে মনেহয় আরও মজবুত করেছে। বিভ্রান্তিটা থাকুক।
চমৎকার! অনন্য মাত্রার কবিতা...
Post a Comment