চিত্র: পাওয়েল চেরয়েনসকি
কাটাকুটি: রেজিনা
কাটাকুটিটা
এবারও ভয়ংকর
পড়ে থাকা জ্বালানি,
ক্ষত বিক্ষত ইমোশন।
হিসেবের খাতায় তখনও
বাকি
কিছু উষ্ণ হাতছানি—
অভিশপ্ত ইচ্ছেগুলি
মুড়িয়ে থাকা রাংতায়
রক্তিম উপস্থিতিটুকু
রাত্রি তাপিয়ে গেল
তোর ফেলে রাখা সিগারেট কণায়!
নীরবতা ডিঙিয়ে পোড়া
গন্ধটা আসছে শুধু ফাঁকা ক্যাবিন থেকে—
2 comments:
💓💓
বাহ!!!
Post a Comment