অনিন্দ্য পালের কবিতা: মৃত্যু-রেখার দিকে চেয়ে

চিত্র: জন টুয়েসডে


মৃত্যু-রেখার দিকে চেয়ে: অনিন্দ্য পাল
মৃতদেহের মধ্যে শুয়ে আছি
চারপাশে, নীচে মরদেহের কার্পেট
উপরে শূন্য
ঝুলে পড়া কাল্পনিক আকাশ
ছুঁয়ে আছে অকল্পনীয় নগ্নতায়
আমি!
মৃত?
জীবিত?
অথবা আমি ছিলামই না কখনও!
এখনও নেই!
অথবা সব প্রাণ ভেসে গেছে বেহুলার মান্দাসে
রেখে গেছে এই চিহ্নটুকু
শকুনের চোখ পড়ে যাতে, এই শৈল্পিক মন্বন্তরে...

 

সৌর কলঙ্কে ভেসে যেতে যেতে দু-এক ফোঁটা
নেশাতুর আলো তুলসী পাতার মতো ছুঁয়ে যায়
চোখ...
অন্ধকারের বিবর্ণতা ওই পাড় ঘেঁষে ঝাউ বনে
জীবনের ছলাৎ ঢেউ এসে লাগে হঠাৎ
হলুদ বিকেল ফিস ফিস করে বলে আত্মীয়ের মত
এখনও আলো আছে
এখনও আছে মুষ্ঠিকতক সময়

 

চেয়ে দেখি, বদলে গেছে ক্যানভাস এবং শিল্পী
চারদিকে সব মৃত্যু ফুল হয়ে ফুটে ওঠে উষ্ণ রঙে

 

এভাবেই বুঝি মধ্য-দিনের ভাটিয়ালি স্বপ্ন দেখতে হয়।

No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি