সুকান্ত দাসের কবিতা: অজ্ঞাতবাস পর্ব

চিত্র: মার্কো চিলেস

 

অজ্ঞাতবাস পর্ব: সুকান্ত দাস

 

১.

পৃথিবীর কোথাও হারিয়ে গেছে গান। কোথাও বা শোকের শহর। এতকাল এক সুরের গান গেয়ে এসেছি বস্তিতে বস্তিতে। রৌদ্র জেগে উঠলো শিরা উপশিরায়। আরেকবার ধরা দেবার লোভ। সাধ করে লিখে গেছি মফঃস্বলীর লিরিক আর অনিয়মের হারমোনিয়াম

 

২.

আজ চিঠি লিখছি। ফ্যাকাশে পোস্টকার্ড। কিছু আগেই লিখলাম এই ভিজে আসা ঝাপসারা ভুল। একের পর এক কালো রঙে ভিজিয়ে দেওয়া শীতকাল

 

৩.

গতকালও আমার অবস্থান ছিল ফণীমনসার বুকে। বোবারা লাজুক হয়। দ্বীপান্তরে বসেও লিখে দেয় অনুষ্কালের কবিতা। তুমি বিড়াল খোঁজো। ছেদ হয় আলোর পসরা। হঠাৎ ঝড় ওঠে। ভিজে বারান্দা থেকে দেখি হাড়মাংসের ফাঁপা গুমরানি। চিল উড়ে আসে। মুহূর্তে তুলে নেয় খণ্ড-মাংস। উজাড় করা দিনে নিজেকে আগুন দিই। আরেকবার ভুলের শিকার

ভাবি এ সমাজ আমার একার, অন্তত বিষাদ দুপুরগুলো

No comments:

ফেসবুক কমেন্ট

অধিক পঠিত লেখাগুলি