চিত্র: রাহেবুল
পারিলে; জামিন দিয় ডোবাখানা: আসরাফুল
ব্ল্যাক পার্ল! তুমুল হইচই
সর্দি নাকে আর নেশা পেয়ালায়
সারাটা দিন ব্যালকনি ওঠানামা
ভুঁইফোঁড় ড্যাফোডিল সাথে ম্যাজিক বক্স
বলছি যাব না তবুও
যে পথে রোজই যাই
মাস্তুলে শান ফেলে
ক্যাপ্টেন কম্পাস আর হ্যাজাক জ্বেলে
পাইরেটস! দেহ ছুঁয়ে বসে
মুহুর্তেই—
বেমালুম আত্মা মুচকি হাসে
যত্নে লেগে দাগ রক্ত ব্লেড
পারিলে; জামিন দিয় ডোবাখানা।
1 comment:
দুর্দান্ত আসরাফুল... ধরে রাখ এ জার্নিটা...
Post a Comment